Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধাদের খুবই ভালোবাসতেন বঙ্গবন্ধু-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা: পার্বতীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি গত বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে এক মতবিনিময় সভায় বলেছেন, মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধু ভালোবাসতেন সেই সময় মুক্তিযোদ্ধাদের নামে ৫শ’ কোটি টাকা দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাজউদ্দিন আহমেদ জাতীয় বাজেট ৭শ’ ৮২ কোটি টাকা তা থেকে ৫শ’ কোটি টাকা দিয়েছিলো। ১৯৭৫ সালে মুক্তিযোদ্ধারা ভয়ে কাগজপত্র ও সনদ ছিঁড়ে ফেলেছিলো- ‘কি যেন হবে তা ভেবে?’। মুক্তিযোদ্ধাদের গুরুত্ব সহকারে মূল্যায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে কেউই তাদেরকে রুখতে পারবে না, তাদের যে স্থানীয় সমস্যা হচ্ছে সেটি তদন্তের বিষয়। এদেশের সকল অভাবগ্রস্ত মানুষকে সরকার সহযোগিতা করে আসছে। এ কথাগুলো বললেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ সেলিমউদ্দিন সরকার, সহকারী কমান্ডার (অর্থ) উপজেলা কমান্ড, পার্বতীপুর। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহামুদুুর রহমান, মডেল থানার ওসি মাহামুদুর রহমান, জিআরপি থানার ওসি গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা ও জেলা ডেপুটি কমান্ডারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধাদের খুবই ভালোবাসতেন বঙ্গবন্ধু-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ