Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু বাংলাদেশ গড়ার রূপকার শিক্ষক বিদ্যালয়ের রূপকার -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১:০৩ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশ গড়ার রূপকার তেমনি একজন প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের রূপকার। এক্ষেত্রে সহকারীদের সহযোগী মনোভাবে তার পূর্ণতা পায়।
রোববার সকালে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনের উদ্দেশ্যে মন্ত্রী একথা বলেন।
বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিদ্যালয়টি মডেল ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুস্মরণ করতে হবে। প্রাথমিক শিক্ষা আমরা কি চাচ্ছি, বিদ্যালয়টি পরিদর্শনে এসে বুঝতে হবে। প্রাথমিক বিদ্যালয়য়ের মান বলতে শুধু পড়াশুনা নয়। শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী যেন বাস্তব জীবনে পরিপূর্ণতা পায় সেজন্য সেই শিক্ষা বাইমহাটি প্রাথমিক বিদ্যালয় দিয়ে থাকে।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম প্রমুখ।
মন্ত্রী বলেন, তার বক্তৃতায় আরও বলেন, আমাদের শিক্ষকদের বিদেশে ট্রেনিং করাতে অনেক খরচ। এ ক্ষেত্রে বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টি আকর্ষণ করেছে। পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে উপভোগ এবং মিউজিয়াম পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ