Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাখাওয়াতসহ ৬ বিএনপি নেতার রিমান্ড ও জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৪ পিএম

নারায়ণগঞ্জের সদর থানার নাশকতার মামলায় মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬ আসামির জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ মহসিনের আদালতে ৬ আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। একইসঙ্গে আসামিদের জামিনের আবেদন করলে আদালতে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে প্রয়োজনে কারাফটকে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন আদালত।
সাখাওয়াত ছাড়া অন্য ৫ আসামি হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, অ্যাডভোকেট আনোয়ার প্রধান, বিএনপি নেতা সুরুজ্জামান, অ্যাডভোকেট মাইনুদ্দিন ও কাউন্সিলর ইসরাফিল প্রধান। এদের মধ্যে সুরুজ্জামানকে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ