মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, সমঝোতায় পৌঁছানোর আগে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করেছিল। কিন্তু ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হওয়ার পর ইরানের সামনে পরমাণু বোমা বানানোর সব পথ বন্ধ হয়ে গেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দেয়া বক্তৃতায় জন কেরি এসব কথা বলেছেন। তিনি দাবি করেন, কোনো ধরনের পরিদর্শন ও জবাবদিহিতা ছাড়াই উঁচু মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরান তার পরমাণু কর্মসূচি পূর্ণগতিতে এগিয়ে নিচ্ছিল। ইরানের হাতে উঁচু মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যা দিয়ে ১০ থেকে ১২টি পরমাণু বোমা বানানো সম্ভব ছিল। কিন্তু ইরানের সম্মতি ও সমঝোতার পর তারা এ কর্মসূচি থেকে পিছু হটেছে। সিএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কেরি এ দাবি করেন। তিনি চুক্তির আগেকার ইরানি পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপদের উৎস’ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যেখানে বলেছে, ২০০৩ সালের পর ইরানের পরমাণু কর্মসূচি কখনই সামরিক দিকে মোড় নেয়নি সেখানে চূড়ান্ত সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন করি এসব বিতর্কিত অভিযোগ করলেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।