Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খাদ্য সংগ্রহে কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলানদের ভিড়

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিজ দেশে খাদ্য সংকটের কারণে হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক প্রতিদিন সীমান্ত অতিক্রম করে কলম্বিয়া যাতায়াত করে থাকে। এদের বড় অংশই কাজ আর নিত্যপণ্য সংগ্রহ শেষে দেশে ফিরে আসে। এবার ওই সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই খবরের পর হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক সীমান্তে ভিড় জমিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফিতি এবং খাবার ও ওষুধ সংকটের মুখে পড়েছে ভেনেজুয়েলা। তেল সমৃদ্ধ দেশটির এই বিপর্যয়ের কারণ হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট অন্তর্ঘাতের কারণেই তার দেশ এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। তবে দেশটির বিরোধী দলীয় নেতাদের দাবি ১৯৯৯ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা সোসালিস্ট পার্টির ভুল নীতির কারণেই এই বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সীমান্ত অতিক্রম করে নাগরিকরা পাশ্ববর্তী দেশগুলোতে কাজ আর খাবারের সন্ধানে যাতায়াত করে থাকে। তবে কলম্বিয়ার সরকার বলছে, যাদের কাছে পাসপোর্ট ও স্পেশাল বর্ডার কার্ডের নিবন্ধন থাকবে এখন থেকে তারাই সীমান্ত অতিক্রম করতে পারবে। ভেনেজুয়েলানদের আশঙ্কা কলম্বিয়া এই নীতি পুরোপুরি বাস্তবায়ন করলে দেশটিতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। খবরে বলা হয়েছে, অস্থায়ী কাজ অথবা পণ্য ক্রয়ের জন্য হাজার হাজার ভেনেজুয়েয়ান প্রতিদিন সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় প্রবেশ করে। তাদের বেশিরভাগই আবার ভেনেজুয়েলায় ফিরে যায়। কলম্বিয়ার আশঙ্কা, ভেনেজুয়েলায় তীব্রতর অর্থনৈতিক সংকটের কারণে এদের অনেকেই কলম্বিয়ায় স্থায়ী হওয়ার চিন্তা করতে পারে। সেজন্যই সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয় তারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ