Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার জন্য আনা ফল নিয়ে কাড়াকাড়ি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:০০ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কিছু ফল নিয়ে তাঁর সঙ্গে দেখা সেখানে আসেন কাওসার জাহান ফরিদা ও ফারিয়া আক্তার নামের দুই নারী। শেষ পর্যন্ত তাঁরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর জন্য নিয়ে আসা ফলও দেওয়া হয়নি।
কাওসার জাহান নিজেকে বিএনপির শিক্ষাবিষয়ক সহসম্পাদক ও ফারিয়া আকতার কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের শিক্ষক বলে পরিচয় দেন। তাঁরা সঙ্গে আপেল, মালটা ও আনার নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয়। কারণ, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতিপত্র তাদের সঙ্গে ছিল না।
কাওসার জাহান দাবি করেন, কারাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁরা লিখিত কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, পুলিশ যেহেতু অনুমতিপত্র ছাড়া দেখা করতে দেবে না, তাই তাঁরা পরে অনুমতিপত্র নিয়ে আবার আসবেন।
চলে যাওয়ার আগে ডালায় করে তাদের সাজিয়ে আনা ফলগুলো সেখানে উপস্থিত অনেকেই কাড়াকাড়ি করে খেয়ে ফেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাড়াকাড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ