মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সারা বিশ্বেই যদি কোন জিনিশটি বেশি দরকারি বলা হয় তাহলে অবশ্যই উত্তর আসবে টাকা-পয়সা বা চাকরি। এশিয়ার অন্যতম বৃহৎ দেশ ভারতও এর ব্যতিক্রম নয়। উন্নয়নশীল দেশ হিসেবে ভারতে কর্মসংস্থানের অভাব থাকাটাও স্বাভাবিক। কিন্ত সম্প্রতি দেশটিতে চাকরি প্রার্থীর হার রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশে জাতীয় বাজেট ঘোষণার পর বিভিন্ন খাত এখনও স্থিতিশীল কর্ম পরিকল্পনা হাতে নিতে পারেনি। এছাড়াও বহির্বিশ্বের অস্থিতিশীল অবস্থা ভারতীয়দের নিজের দেশের চাকরির প্রতি বেশি ঠেলছে। সরকারের পক্ষ থেকে দেশের ৮টি শিল্প প্রতিানের প্রতি প্রান্তিকে (ত্রৈমাসিক) করা জরিপে দেখা যায় বর্তমানে ভারতে যে চাকরির চাহিদা আছে তা সর্বকালের মধ্যে সর্বোচ্চ।
মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ১শ’ দিনের কাজের পারিশ্রমিক প্রকল্পের আওতায় আবেদন পড়ে ৮.৩ কোটি কিন্তু গত বছর এ সময় ১৫ শতাংশ কম অর্থাৎ ৭.৩ কোটি আবেদন পড়েছিল। প্রত্যেককে বছরে ১০০ দিনের কাজের পারিশ্রমিক প্রদানের সরকারি বিধানের পরিবর্তে ৪৩ দিনের পারিশ্রমিক দেয়ার ফলে বেকারদের কাছে অর্থ সংকট বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
সাধারণত প্রত্যন্ত অঞ্চলের জন্য নেয়া প্রকল্পের ফলাফল এখন সন্তোষজনক নয়, কারণ সেখানকার প্রার্থীরাও চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তবে দেশটি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছেও অনেক। গত এক বছরে নতুন ৪.৩ লাখ চাকরি সৃষ্টি হয়েছে। সরকারের নেয়া নতুন প্রকল্প মেড ইন ইন্ডিয়ার কার্যক্রম চললে আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে আশা করছে দেশটির শ্রম অধিদপ্তর। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।