Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ভারত-পাকিস্তান : ফারুক

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত ও পাকিস্তান ক্রমাগত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এমন পূর্বাভাস দিয়েছেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে দু’দেশ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন তিনি। ফারুক আবদুল্লাহ কড়া সতর্কতা দিয়ে বলেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশই উত্তেজনা উস্কে দিচ্ছে। এর ফলে পরিস্থিতি মানুষের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে। তিনি প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে প্রশ্ন রাখেন- শুধু কি তারাই গুলি করছে? আমরাও তো গুলি করছি। দু’পক্ষই এটা করছে। এর ফলে মানুষের জীবনে ধ্বংস নেমে আসছে। সৃষ্টি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। তিনি মনে করেন ভয়াবহ এই সংঘাতের একটিই সমাধান হতে পারে। তাহলো নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে আলোচনা। তিনি আরো বলেন, যুদ্ধ কোনো কিছুর সমাধান নয় কোনোদিনও। একমাত্র সমাধান হলো আলোচনা। পাকিস্তান দখলীকৃত কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত। বাকি অংশ ভারতে। ভারত সরকার যদি শান্তি চায় তাহলে তাদেরকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে হবে। এক্সপ্রেস, ডেইলি মেইল।



 

Show all comments
  • মিলন ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:২৫ এএম says : 2
    সেটা হলে উভয় দেশকেই ফল ভোগ করতে হবে।
    Total Reply(0) Reply
  • কাওসার ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:২৬ পিএম says : 0
    আবদুল্লাহ সাহেব আপনাকে অসংখ্য ধন্যাবাদ, এমন পরিস্থিতে এতো সুন্দর গঠন মূলক কথা বলার জন্যে,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ