Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশ-বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২৮ পিএম | আপডেট : ৯:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

মামলাসংশ্লিষ্ট বিষয় ছাড়া বিএনপিপন্থী কোনো আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দেয়া হবে না বলে নির্দেশনা রয়েছে ডিএমপি কমিশনারের। সকাল সোয়া ১০টার দিকে এ নির্দেশনা উপেক্ষা করে বিএনপিপন্থী আইনজীবীরা জোর করে আদালতে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি। নির্দেশনা অনুযায়ী, বিএনপিপন্থী আইনজীবীদের ভেতরে ঢুকতে না দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাদের আদালতের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ডিএমপি কমিশনার বলেন, মামলাসংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে এলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না। বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ