মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পৃথিবী থেকে সফলভাবে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছে বিশ্বের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ভারবাহী রকেট। রকেটের নাম ফ্যালকন হেভি। এই রকেটের বৈশিষ্ট্য হচ্ছে, এটি আগের সবচেয়ে শক্তিশালী রকেটের চেয়ে অন্তত দ্বিগুণ বেশি ভার বহন করতে পারবে। এটি মোট ৬৪ টন ওজনের বস্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আর এ কারণেই এর যাত্রা নিয়ে মহাকাশ বিজ্ঞানী ও গবেষকদের কাছে কৌতূহলের সীমা ছিল না। সব উত্তেজনার অবসান ঘটিয়ে এটি যখন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে, তখন শোনা যাচ্ছিল উচ্ছ¡সিত দর্শকের হর্ষধ্বনি। বিবিসি বলছে বিজ্ঞানীদের ধারণা, এই রকেটযাত্রা মহাকাশযাত্রায় নতুন দ্বার উন্মোচন করবে। যদিও বেসরকারি প্রতিষ্ঠান স্পেস এক্সের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা রকেটটির এই মিশনের কোনো গন্তব্য নেই। স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তাঁকে বিশ্বের সবচেয়ে মেধাবী উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর এই মিশন প্রচলিত ধারণার চেয়ে অনেক বাজেট নিয়ে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক স্পেস সেন্টার ঘুরে আসা একজন নভোচারী কমান্ডার লিরয় চাও এই উৎক্ষেপণ দেখার পর তাঁর অনুভূতি ব্যাখ্যা করে বলছিলেন, তাঁর কাছে দিনটি একটি মহাউত্তেজনার দিন। ভবিষ্যতে মহাকাশে অনুসন্ধান ও গবেষণার কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।, ফ্যালকন হেভির সাড়ে ছয় ঘণ্টার যাত্রা সফল হলে এটি সৌরজগতের কক্ষপথে পৌঁছে যাবে, যা তাকে ধীরে ধীরে মঙ্গল গ্রহের কাছে এগিয়ে নেবে। রকেটটিতে তিনটি স্পেসএক্স ওয়ার্কহর্স ফ্যালকন নাইন জুড়ে দেওয়া ছিল। স্পেসএক্সের অন্য সব রকেটের মতই এটিরও উৎক্ষেপণের তিনটি পর্যায়ে নিচের অংশটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে প্রথম দুটির নেমে আসা ছিল নিয়ন্ত্রিত, প্রায় একই সময়ে তারা কেনেডি স্পেস সেন্টারের দক্ষিণে ফ্লোরিডা উপকূলের নির্ধারিত স্থানে ল্যান্ড করে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।