বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের হাইড্রোক্সাইড লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কারখানায় অভ্যন্তরে নানা প্রকার দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন।
কারখানায় কাজ না থাকলেও বেসিক বেতন দেয়া, শ্রমিক ছাঁটাই করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, রিজাইন দেয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ, ওভার টাইম প্রদান করা, ঈদ বোনাস ১৫% থেকে বাড়ানো এবং কাজের রেট বাড়ানোসহ নানা দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ কারখানার কর্মকর্তারা বাইরের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের মারধরের হুমকি দেয়া হচ্ছে।
এদিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওমর হাবীব মুঠোফোনে জানান, শ্রমিকরা কী কারণে আন্দোলন করছে তা তার জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।