বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর সদর উপজেলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার পরিবারের আরও তিন সদস্য।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালীউল্যা জানান।
নিহত সুমাইয়া আক্তার ইভা (৬ মাস) ওই গ্রামের মিয়াজী বাড়ির নাছির মিজির মেয়ে।
এ বিস্ফোরণে আহত নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫) ও ছেলে নয়নকে (৮) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে তাদের ঘরটি ভস্মীভূত হয়ে গেছে।
প্রতিবেশীরা জানান, ভোরে হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে এসে নাছিরের ঘরে আগুন দেখতে পায়। সবাই মিলে আগুন নেভাতে নেভাতে তাদের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও বাচ্চাটিকে বের করতে দেরি হওয়া আগুনে পুড়ে তার মৃত্যু হয় বলে জানান তারা।
মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক পাটওয়ারী বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল, অথবা অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এলে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ওসি বলেন, মৈশাদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।