পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যকার এ ঘটনায় আরো ১৩ সৈন্য আহত হয়েছেন বলে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত সৈন্যদের মধ্যে এক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ডন নিউজ। তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, “খোদার ইচ্ছায় তেহরিক ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা করো, আরো হামলা আসছে।” পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সামরিক অভিযানে এলাকাটি থেকে দুই হাজারেরও বেশি টিটিপি যোদ্ধাকে হটিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ওই এলাকাটির ঘাঁটিতে চার হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য অবস্থান করছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ঘাঁটিটির ‘স্পোর্টস এরিয়ায় আত্মঘাতী হামলাটি’ চালানো হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “ওই সন্ধ্যায় সামরিক ঘাঁটির বাইরে ভলিবল খেলছিল সৈন্যরা, এ সময় এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।” খেলাটি বেসামরিক লোকজনও দেখছিল এবং সেখানে অনেক লোক থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স, ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।