Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো গঠিত হয়নি কমিটি চট্টগ্রাম ক্রিকেট শুরু এপ্রিলে

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অবশেষে চলতি মৌসুমে চট্টগ্রাম প্রথম ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে। এ লক্ষ্যে আগামী ৪ ও ৫ এপ্রিল প্রথম বিভাগ এবং ৬ ও ৭ এপ্রিল প্রিমিয়ার লীগের দলবদলের প্রস্তাবিত তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ক্রিকেট লীগ নিয়ে স্ব স্ব কর্মকর্তাদের ব্যস্ত থাকার কথা। খালি পড়ে থাকার কথা নয় এম এ আজিজ স্টেডিয়াম। অথচ সিজেকেএস বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর তিন মাস পার করেছে তাদের সময়কাল। এখনো পর্যন্ত গঠন করতে পারেনি ক্রিকেটসহ অন্যান্য কমিটি। এতে খালি পড়ে আছে মাঠ। এ ব্যাপারে নেই কোন জবাব। তাই প্রশ্ন উঠেছে ক্রিকেট কমিটি বিহীন এ লীগ কী শুরু হবে? জানা গেছে এবারের লীগে ঢাকায় অংশ নেয়া চট্টগ্রামের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৫জন খেলতে পারবে একটি দলের হয়ে। এছাড়া কোটার খেলোয়াড়দের মধ্যে ৩জন রেজিস্ট্রেশনের মধ্যে খেলতে পারবে ২জন প্রতি ম্যাচে। আগামী ২৯ মার্চের সভায় বাইলসসহ আনুষাঙ্গিক বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে ক্রিকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এখনো গঠিত হয়নি কমিটি চট্টগ্রাম ক্রিকেট শুরু এপ্রিলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ