Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অরুনিমা ও আবাহনী চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা ফাউন্ডেশন ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগের পুরুষ প্রিমিয়ার বিভাগে অরুনিমা ও মহিলা বিভাগে আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে যথাক্রমে শিশিরন ও স্ট্রাইড। এছাড়া প্রথম বিভাগে উত্তরা টিটি ক্লাব চ্যাম্পিয়ন ও পরি টিটি দল রানার্সআপ হয়েছে। গতকাল সমাপনী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় ফেডারেশনের সভাপতি আবদুল করিম, পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন। তবে লীগে সাত বারের চ্যাম্পিয়ন শেখ রাসেল এবার তৃতীয়স্থানে থেকেই লিগ শেষ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুনিমা ও আবাহনী চ্যাম্পিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ