Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বাস সঙ্গে নিয়েই ফিরলেন মাশরাফি

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিবাচক অনেক কিছুই দিয়েছে বাংলাদেশকে। সবচেয়ে বড় যেটি সেদিক থেকে আত্মতৃপ্তিতে ভুগতেই পারেন বাংলাদেশের গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল সকালে দেশে ফিরেই বিমানবন্দরে মুখোমুখি সায়বাদিকদের। সেখানেই উগড়ে দিলেন নিজের মনের কথা। অবসরের ভাবনা মাথায় নিয়েও কণ্ঠে সেই চেনা আস্থা আর বিশ্বাসের শক্ত গাঁথুনির স্তুতি, ‘আমি জানি না কেউ সহজভাবে নিতে পারবে কিনা, তবে এই বিশ্বকাপে ‘কিছু’ একটা পেয়েছি।’ একটু পরেই যপাওয়া গেল সেই ‘কিছু’ একটার খোঁজ, ‘টি-২০তেও আমরা এখন অন্য যে কোন দলকে ভাবাতে পারি। এটা খুবই জরুরী ছিলো দলের ক্রিকেটারদের জন্য। যাতে করে তারা নিজেদের মানসিকতা সেভাবে উন্নত করতে পারে। এই ফরম্যাটে (টি-২০) এখন আমাদের হারানো অতটা সহজ হবে না।’
প্রাপ্তি আর স্বস্তির ভিড়ে আক্ষেপও যে নেই তাও কিন্ত নয়! বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের ওই হার যেন জগদ্দল পাথরের মতো এখনো চেপে বসে আছে, সেই আক্ষেপটাই উগড়ে দিলেন, ‘ভারতের বিপক্ষে দল যেভাবে হেরেছে তাতে সত্যিই হতাশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি, যেটা ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমাদের যথেষ্ট কাজে দেবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো দুই বোলারকে হারানোটা দলের ওপর প্রভাব ফেলেছিল বলেই জানালেন মাশরাফি। তাসকিনের নিষেধাজ্ঞার ব্যাপারটা পুরো দলের জন্যই এসেছিল বিরাট ধাক্কা হয়ে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিন ও সানির নিষেধাজ্ঞাটা দলকে চাপে ফেলে দিয়েছিল। তামিমও ওই ম্যাচটা খেলতে পারল না। সব মিলিয়ে আমরা খুব বড় ধরনের চাপে পড়ে গিয়েছিলাম। তারপরেও ওই ম্যাচে আমরা ভালোভাবেই ছিলাম।’
তাসকিন খুব দ্রæতই ফিরবেন আশা মাশরাফির, ‘তাসকিন যে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, এটা আমরা ভাবতেও পারিনি। কেবল আমরা নই, অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও খুব অবাক হয়েছে এতে। তাঁরাও মোটামুটি নিশ্চিত ছিল যে তাসকিনের অ্যাকশন নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি সে দ্রæতই ফিরবে। যেহেতু ওর সমস্যা শুধু বাউন্সারে, তাই ওকে আমরা খেলাতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। তাসকিনের মতো বোলারকে হারানোটা বিরাট ক্ষতি দলের জন্য। তবে আরাফাত সানি নিজেও জানে ওর সমস্যাটা। আমার আশা, সেও তাড়াতাড়ি নিজেকে শুধরেই ফিরবে।’ টিম কম্বিনেশন ঠিক রাখতেই নাসির হোসেনকে খেলানো হয়নি বলে জানালেন মাশরাফি। তিনি বলেছেন, টিম কম্বিনেশনের ব্যাপারটা কারও একক সিদ্ধান্ত নয়, ‘সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হয়, কেমন দল হবে। এটা কারও একক সিদ্ধান্ত নয়। নাসিরকে খেলানো হয়নি টিম কম্বিনেশন ঠিক রাখতেই।’ নাসিরের প্রতি আস্থার কমতি নেই অধিনায়কের, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি নাসির দুর্দান্ত একজন খেলোয়াড়। আশা করব, সে নিজের খেলাটাকে আরও উন্নত করবে। বাংলাদেশ দলকে সে আরও অনেক দিন সেবা দেবে বলেই বিশ্বাস আমার।’



 

Show all comments
  • Zahin Ahmed Ullass ২৮ মার্চ, ২০১৬, ১০:৪৭ এএম says : 0
    The end people are remembered only won man
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বাস সঙ্গে নিয়েই ফিরলেন মাশরাফি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ