বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদরাসায় কোন জঙ্গি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন মাদরাসায় ভাল মানুষ তৈরি হয়। তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদরসায় হেফাজতে ইসলামের আমির ও মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে স্বাক্ষাতকালে এ কথা বলেন। ফটিকছড়ির নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আসেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদরাসার মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন। মাদরাসা পরিদর্শন শেষে তিনি হেফাজত আমিরের সাথে সাক্ষাতে মিলত হন। সেখানে তিনি প্রায় চল্লিশ মিনিট অবস্থান করেন। এসময় আল্লামা শফী কওমি সনদের স্বীকৃতি প্রদান বিষয়ে আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবির বিষয়টি মন্ত্রীকে তুলে ধরেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ দাবিও ইনশাল্লাহ পূরণ হবে। এসময় মন্ত্রী আল্লামা শফীর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। পরে মন্ত্রী সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন। মন্ত্রী জানান তিনি আল্লামা শাহ আহমদ শফীর দোয়া নিতে এসেছেন। তার সাথে আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়েছে। এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকালে চট্টগ্রাম আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।