গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এ যাতায়াতের জন্য খালেদা জিয়া সাধারণত গুলশান থেকে হাইকোর্টের সামনের সড়ক দিয়ে আসা যাওয়া করেন। কিন্তু আজ সে পথটি পরিবর্তন করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ আদালত থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরটি গুলিস্তানের ফুলবাড়িয়া হয়ে কাকরাইলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বেলা আড়াইটার দিকে তার গাড়িবহর বকশীবাজার থেকে চানখাঁরপুল হয়ে দ্রুতগতিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত আসে। পরে পল্টনের জিরো পয়েন্টে পৌঁছালে বিএনপির নেতা কর্মীরা গাড়িবহর ঘিরে স্লোগান দিতে থাকে। পরে নেতা কর্মীসহ ধীরে ধীরে গাড়িবহরটি কাকরাইলের দিতে এগোতে দেখা যায়।
উল্লেখ্য, বিশেষ আদালত-৫-এ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়। খালেদা জিয়া বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আদালতে হাজির হন। সেখান থেকে বেরিয়ে তিনি গুলশানের দিকে ফিরছেন। ওই মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলায় খালেদা জিয়াসহ চারজন আসামি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।