Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথচারীসহ অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আটক

বিশৃঙ্খলা এড়াতে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাইকোর্ট এলাকায় সাঁজোয়া যান-জলকামান-প্রিজন ভ্যান এনে রেখেছিল পুলিশ। পথচারীসহ ৫৩ জন বিএনপির নেতা কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ বলছে, সন্দেহভাজন কমপক্ষে ৩০ জনকে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়েছে । কি কারণে তাদের আটক করা হয়েছে এ ব্যপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
গতকাল সরেজমিনে দেখা গেছে,জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সেখানে আনা হয়েছে পুলিশের সাঁজোয়া যান, জলকামান, প্রিজন ভ্যান। এছাড়া অতিরিক্ত শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, গতকাল হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল বুধবার সকাল থেকেই হাইকোর্টের সামনে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে কারণে পুলিশ বাড়তি নিরাপত্তা নিয়েছে।
গত মঙ্গলবার হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর বিএনপি কর্মীদের হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে এ নিরাপত্তা জোরদার করা হয়।
দুপুরে হাইকোর্টের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মঙ্গলবারের মতো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য হাইকোর্টে দু’টি গেটসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। হাইকোর্টের মাজার গেটের সামনে রাখা হয়েছে পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), জলকামান ও প্রিজন ভ্যান।
হাইকোর্টে আসা সবাইকে পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। একান্ত কাজ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে হাইকোর্ট, প্রেসক্লাব ও মৎস্য ভবন এলাকা থেকে অর্ধশতাধিক লোককে আটক করা হয়েছে।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, হাইকোর্ট এলাকায় যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপির একটি মিছিল থেকে স্বদলীয় কর্মীদের ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ভাঙচুর চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ