সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
ছোট্ট বন্ধুরা, দেখো স্বাধীনতার সব জীবন্ত ছবি। এই ছবিগুলোই কথা বলে কত রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম মহান স্বাধীনতা, কত কষ্ট, কত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম আজকের লাল-সবুজ পতাকা
একটি নদী যায় বয়ে যায় পাশে
তারই সাথে হয় কথা হয় রোজ
প্রতিদিনই প্রতি বারোমাসে
সেও করে স্বাধীনতার খোঁজ।
একটি ফুল ছড়ায় সুবাস নিতি
ফুলকে নিয়ে কাব্য লিখি আমি
তারই সাথে দেশের অনেক প্রীতি
ফুলের কাছে দেশ পতাকা দামি।
অলি, ফড়িং,পাখি, নদী কিংবা ফুলের সুবাস
দেশকে বাসে ভালো
দেশপ্রেমেতে ভরা বুকের দুপাশ
হৃদয় পেলো স্বাধীনতার আলো।
স্বাধীনতা আলো
শা হী ন খা ন
একটি অলি ঘোরে কাছে-দূর
অলিই আমার ভাই
গুনগুনিয়ে বলে দেশের সুর
তারই সুরে পাগল হয়ে যাই।
একটি ফড়িং মেলছে রঙিন পাখা
ভাল্লাগে তার উড়ে চলার ঢং
তারই দুচোখ স্বপ্ন কাজল আঁকা
মেখে বেড়ায় লাল সবুজের রং।
একটি পাখি শিস দিয়ে গায় গান
সে গান আমার প্রিয়
গানের কথা দেশের গুণগান
সেটা বড্ড বরণীয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।