Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানের সঙ্গে আলোচনা নয় : ট্রাম্প

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের সাম্প্রতিক হামলাগুলোকে পাশবিক আখ্যা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আফগানিস্তান সফর করা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, তালেবানের সঙ্গে আর কোনও আলোচনায় বসতে রাজি নয় তার দেশ। গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আয়োজনে দুপুরের খাবার খাওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। অপরদিকে, আফগানিস্তানের সাম্প্রতিক হামলাগুলো সেখানে থাকা মার্কিন বাহিনীর মনোবলের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল জোসেফ এল ভোটেল। হামলাগুলোকে ভয়াবহ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, এসবের কারণে লক্ষ্য অর্জনের পথে তারা আরও দৃঢ় হয়েছেন। এক সপ্তাহের মধ্যে কাবুলে ৩ টি বড় হামলা সংঘটিত হয়েছে। জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এক সপ্তাহের মধ্যে কাবুলে ৩ টি বড় হামলা সংঘটিত হয়েছে। গত বুধবার সকাল ৯ টার দিকে জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ২ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর জানানো হয়। জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ