বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও তাঁর গাড়ি চালক খালেকুজ্জামান বাবু গুরুত্বর আহত হয়েছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি সামনের দিক দমড়ে মুচড়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে নয়টার সময় কানসাট থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কোচ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাক পাইলিং মোড়ের কাছে একে অপরকে অতিক্রম করার সময় শিবগঞ্জ থেকে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম তাঁর সরকারি গাড়ি যোগে স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর কানসাটের পুখুরিয়াস্থ বাসায় উদ্দেশ্যে যাবার পথে পাইলিং মোড় নামক স্থানে পৌঁছলে সোনামসজিদগামী ট্রাকটি সামনে পড়ে। এসময় ইউএনও’র গাড়ি চালক খালেকুজ্জামান বাবু তাঁর গাড়ির দুর্ঘটনা এড়াতে স্টেয়ারিং বাম দিকে ঘুরালে রাস্তার পার্শ্বে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউএনও এবং গাড়ি চালক বাবু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতেও উপজেলা নির্বাহী অফিসারকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউএনও’র গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় বাস ও ট্রাক আটক হয়নি। এদিকে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওকে দেখতে যান এবং শারীরিক খোঁজ খবর নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।