Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই মাদরাসা সুপার, শিক্ষক ও শিক্ষার্থী শ্রেষ্ঠ নির্বাচিত

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৩:১৩ পিএম, ৩০ জানুয়ারি, ২০১৮

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলার স্বনামধন্য আল-আমিন নূরিয়া দাখিল মাদরাসা ১০১৮ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাদরাসার প্রধান, শিক্ষক ও দু’শিক্ষার্থী উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কেটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
আল-আমিন মাদরাসা সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কাপ্তাই আল-আমিন নূরীয়া মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সেক্রেটারি মো. জসিমউদ্দীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অত্র মাদরাসার শিক্ষক মো. আবদুল কাদের এবার রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ফারজানা আক্তার সুমি এবং কেরাত প্রতিযোগিতায় আবদুল্লা আল-হাসিব নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে মাদরাসার সুনাম অক্ষুণœ রেখেছে। প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী মাদরাসার সুনাম অর্জন করায় মাদরাসা কমিটি, শিক্ষক, অভিভাবক ও ইউপি চেয়ারম্যান অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ