বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রজোটের এককর্মী আহত হয়েছে। আহত শিক্ষার্থী জয়দীপ দাস বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে শাখা ছাত্রলীগ এর দায়ভার নিবে না বলে জানিয়ে এক সংবাদ সম্মেলন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক প্রসেনজিত রুদ্র জানান, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ধর্মঘট পালনকালে শাখা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় জয়দীপ দাস নামে এক ছাত্রফ্রন্ট কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে তারা। এছাড়াও হামলাকারীরা জোটের এক নারী কর্মীসহ ৫জনকে মারধর করে আহত করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়া জানায়, আন্দোলনের নামে শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি গেইট খুলে দেই। এসময় তারা আমাদের উপর উল্টো চড়া হয়।
দোষীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।