Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অফিস করলেন বৈধ কমিটির সদস্যরা

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় দখলমুক্ত হয়েছে। গতকাল দুই সংগঠনের শীর্ষনেতাসহ উভয় সংগঠনের সিনিয়র সাংবাদিকরা সকাল থেকে কার্যালয়ে বসেন।
কয়েক মাস আগে সাংবাদিকদের একটি অংশ উভয় সংগঠনের আলাদা কমিটি ঘোষণা করে অফিসের দখল নিয়েছিলেন।
গতকাল সকাল থেকেই বিএফইউজে ও ডিইউজে নেতারা তাদের কার্যালয়ে বসলে সাংবাদিকদের পদচারণায় আবারো অফিসটি মুখরিত হয়ে ওঠে।
বিএফইউজে মহাসচিব এম, আব্দুল্লাহ, ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সহসভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় অফিসে বসেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান দফতর সম্পাদক এরফানুল হক নাহিদ, নির্বাহী সদস্য মীর আহমেদ মীরু, গাজী আনোয়ারুল হক, আমিনুল ইসলাম, ড. মেহেদী মাসুদ, জসিম মেহেদী, আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান, শেখ রকিব উদ্দিন, ডিইউজে বাসস ইউনিট প্রধান আবুল কালাম মানিক, সংগ্রামের ইউনিট প্রধান শহাদাত হোসাইন, নয়া দিগন্তের ইউনিট প্রধান ফয়েজ উল্লাহ ভূঁইয়া, ইনকিলাবের ইউনিটি প্রধান উমর ফারুক আল হাদী প্রমুখ।
আজ সকাল ১১টায় বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভার কর্মসূচী দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অফিস করলেন বৈধ কমিটির সদস্যরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ