Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সিলেট সফর কাল

ফয়সাল আমীন : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সমানতালে প্রচারণায় আমেরিকা, ইংল্যান্ড, কানাডার নেতারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন হিসাবে চলছে এখন দিন ফুরিয়ে ঘন্টায়। তা নিয়ে দল ্ও অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক উদ্দীপনা। বিরোধী রাজনীতিক দল্ও নানা হিসাবে আগমনের প্রহর গুনছে। একই সাথে সাধারন মানুষ কৌতুহলী অপক্ষোয়। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে দিনভর প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডে। সিলেটের নেতাকর্মীদের সাথে প্রচারণায় রয়েছে প্রবাসী নেতারাও। নগরীর চৌহাট্টা পয়েন্টসহ সভাস্থল আলীয়া মাদরাসা ময়দানের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে প্রবাসী নেতাদের বড় বড় বিলবোর্ড। এই এলাকা এখন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বাহরাইনসহ বিভিন্ন দেশের নেতাকর্মীদের বিলবোর্ড আর ফেস্টুনে ছেয়ে গেছে। প্রবাসী নেতাদের প্রচারণায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন সিলেটের স্থানীয় নেতারা। দেখা গেছে অনেক আগে থেকেই প্রবাসী নেতারা দেশে থাকা তাদের অনুসারী নেতাকর্মীদের দিয়ে টানিয়েছেন ব্যানার-ফেস্টুন কিংবা বড় বড় বিলবোর্ড। গতকাল রোববার বিকাল ৪ টার দিকে আলীয়া মাদরাসা এলাকাতে গিয়ে দেখা যায় এখনও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন স্থাপনের কাজ চলছে। পাশাপাশি চৌহাট্টা-আলীয়া মাদরাসা এলাকাতে লাগানো হয়েছে বেশ কিছু তোরণ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সিলেটি আওয়ামী লীগ নেতা হয়ে ওঠেছেন তৎপর। নিজেদের উপস্থিতি জানান দিতে নেতারা নগরীজুড়ে লাগাচ্ছেন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন প্রভৃতি। চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে আলিয়া মাদরাসা মাঠের আশপাশজুড়ে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। স্থানীয় নেতাদের সাথে পাল্লা দিয়ে বড় বড় সব বিলবোর্ড বসিয়েছেন দেশের বাইরে থাকা সিলেটি আওয়ামী লীগ, যুবলীগ নেতারা। রোববার বিকালে আলীয়া মাদরাসা এলাকাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, চৌহাট্টা এলাকায় কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইট যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেইট যুবলীগের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সুহেল, সাংগঠনিক সম্পাদক অভিষেক শ্যাম, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক খাজা আফজাল হোসেন, বাহরাইনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েছ আহমেদসহ বিদেশে থাকা বেশ কয়েকজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের নামে বিলবোর্ড, পোস্টার লাগানো রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ