নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত বার্গার খরচটা বেঁচে গেল দু’বন্ধুরই! বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আড়ালে লুকিয়ে ছিল দুই বার্সা স্বতীর্থ নেইমার ও লুইস সুয়ারেজের দৈরথ। দুই বন্ধু পরস্পর কথা দিয়েছিলেনÑ ‘যে বিজয়ী হবে সে একটা বার্গার পাবে।’ কিন্তু ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় বিজিতের বার্গার কারোরই খাওয়া হল না। এজন্য অবশ্য নেইমারেরই বেশি মন খারাপ হওয়ার কথা। ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও যে জেতা হল না তাদের।
দিনটি ছিল আসলে সুয়ারেজের। দীর্ঘ ছয়শ’ চল্লিশ দিনের দুঃস্বপ্ন কাটিয়ে এদিনই আকাশি নীল জার্সি গায়ে আবারো জাতীয় সংগীত গাওয়ার সুযোগ পান তিনি। ২০১৪ বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিলিনিকে কামড়ানোর দায়ে সেই থেকেই জাতীয় দল থেকে ছিলেন নির্বাসিত। এর মাঝে বার্সেলোনার হয়ে জিতেছেন ৫-পাঁচটি ট্রফি। কিন্তু জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের মত গুরুত্বপূর্ণ চার ম্যাচেই ছিলেন দর্শক হয়ে। দলে ফিরেই করলেন সমতাসুচক মূল্যবান একটি গোল। এদিন দেশের হয়ে করা তার ৪৫তম গোলটি বিশেষ একটা মহত্বও বয়ে এনেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের সব দেশের বিপক্ষে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি।
সুয়ারেজের ঐ গোলটি ছাড়া দুই বন্ধই এদিন লঢ়ছিলেন সমান তালে। একই ধরনের ফাইলের জন্য হলুদ কার্ডেও দেখেন দু’জন। তবে নেইমারকে জন্য মূল্য দিতে হবে একটু বেশিই। আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিল আধিনায়ক। বার্সেলোনার জন্য যা সুখবর! আসছে রোববার কাতালানদের সামনে এল ক্লাসিকোর মত মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন ম্যাচের আগে দলের অন্যতম তারকার ফিট থাকার বড় একটা সুযোগ তৈরী হল।
অথচ ব্রাজিলের রেসিফিতে কি দুর্দান্তভাবেই না শুরু করেছিল স্বাগতিকরা। উরুগুয়ে রক্ষণের প্রধান দুই প্রহরী ডিয়েগো গদিন ও হোসে হিমিনেস। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না আরেক ডিফেন্ডার ম্যাক্সি পেরেইরা। সেই সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়ানরা বলে পা ছোঁয়ানোর আগেই ৩৯ সেকেন্ডে সেলেসাওদের এগিয়ে নেন ডগলাস কস্তা। উইলিয়ানের বাড়ানো ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জালে বল পাঠিয়ে দেন ব্রাজিলের বায়ার্ন মিউনিখ উইঙ্গার। ২৬তম মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো আগুস্তো। এর ৫ মিনিট বাদেই একটি গোল শোধ দেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। আর বিরতি থেকে ফিরে ৩ মিনিটের মধ্যে সমতাসুচক গোলটি করেন সুয়ারেজ। ম্যাচ শেষে দুই উরুগুয়ান ফরোয়ার্ডকেই প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গাÑ ‘কাভানি ও সুয়ারেজের মত ফলোয়ার্ডের বিপক্ষে খেলা সহজ নয়। উরুগুয়ের বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।’ একই সাথে নেইমারকে হলুদ কার্ড দেখানোয় রেফারিকেও এক হাত নেন দুঙ্গাÑ ‘ফাউলটা হলুদ কার্ড পাওয়ার মত বাজে ছিল না। কিন্তু এটা নেইমার। রেফাারিরা তার ব্যাপারে সব সময়ই অনমনীয় থাকে।’
রাশিয়া বিশ্বকাপের পথে লাতিন আমেরিকা অঞ্চলে লড়ছে ১০টি দেশ। ৫ ম্যাচ শেষে সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। তবে গোল ব্যবধান এগিয়ে রেখেছে ব্রাজিলকে। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে উরুগুয়ে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আসরের একমাত্র অপরাজিত দল ইকুয়েডর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।