Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ ডিএফএ’র নতুন সভাপতি টিটু

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহামেদ টিটু। তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ ও দশজন সদস্য। এরা হলেন কোষাধ্যক্ষÑরবিউল হোসেন এবং সদস্যÑইসমাইল বাবুল, ইব্রাহিম চেঙ্গীস, গোলাম গাউস, জাকির হোসেন, জসিমউদ্দিন, কাওয়াস আহাম্মেদ, নেয়ামতউল্লাহ, আনজুমান আরা আকসীর ও টগর। তবে সহ-সভাপতি পদের নির্বাচন আজ। এই পদের জন্য লড়ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু, সাবেক জাতীয় ফুটবলার শহীদ উদ্দিন স্বপন ও শুকতারা ক্লাবের কর্মকর্তা মোক্তার হোসেন। এর আগে টানা দুই মেয়াদে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহাম্মেদ চুন্নু। কিন্তু দুই মেয়াদের আট বছরে তিনি নিয়মিত নারায়ণগঞ্জের লিগ আয়োজন করতে পারেননি। বাধ্য হয়েই তাকে সরে যেতে হয়েছে। ফুটবল মাঠে ফেরানোর অঙ্গীকার নিয়ে এবার ডিএফএর দায়িত্ব নিলেন টিটু। টিটু একাধারে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ ডিএফএ’র নতুন সভাপতি টিটু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ