নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বাধীনতা দিবস প্রীতি ফুটবল ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে লাল দল ২-২ গোলে ড্র করেছে বাফুফে সবুজ দলের বিপক্ষে। ম্যাচের ২৫ মিনিটে মনি গোল করে লাল দলকে এগিয়ে নিলেও ৫৫ মিনিটে মিলন সবুজ দলের পক্ষে গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। ৬৮ মিনিটে নকিব গোল করে সবুজ দলকে এগিয়ে নেন (২-১)। ৮০ মিনিটে মনি নিজের ও লাল দলের পক্ষে দ্বিতীয় গোল করে সমতায় ফেরান ম্যাচ (২-২)। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা।
বাস্কেটবল
স্বাধীনতা দিবস অনূর্ধ্ব-১৮ (বালক) থ্রি অন থ্রি বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমন্যাশিয়ামে ফাইনালে তারা ১৮-১৪ পয়েন্টে যোশে ফাইটস দলকে হারিয়ে শিরোপা জয় করে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) এনএফএস অ্যান্ড স্পোর্টসের প্রধান মাগেস্বরন সাবা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেনারেল লে. কমান্ডার এ কে সরকার (অব.) উপস্থিত ছিলেন।
কাবাডি
ছয়টি সার্ভিসেস দলকে নিয়ে আজ শুরু হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। ঢাকা কাবাডি স্টেডিয়ামে বিকাল পাঁচটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো Ñ বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ জেল, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।