Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারপরও উন্নতি দেখছেন হাতুরুসিংহে

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ব্যাঙ্গালুরু (ভারত) থেকে : টি-২০ বিশ্বকাপে সুপার টেন পর্বে সবক’টি ম্যাচ হেরে যাওয়ায় সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে আদৌ কতটা মানিয়ে নিতে পেরেছে বাংলাদেশ, এ প্রশ্নই জোরেশোরে উঠেছে। তবে গতকাল নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হেরে বড় ধরনের ধাক্কা খেয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। তারপরও টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে সন্তুষ্ট হাতুরুসিংহেÑ ‘কন্ডিশন বুঝে ভালোই ব্যাট করেছি এই টুর্নামেন্টে। অবশ্য আজ (গতকাল) আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক ছিল না। অন্য ম্যাচগুলোয় আমরা খারাপ করিনি। অস্ট্রেলিয়া ম্যাচে শুরুতে আর কিছু রান করলে ভালো হতো। এই ম্যাচ বাদ দিলে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে আমি খুশিই।’
গতকাল নিউজিল্যান্ড অন্তত ২০টি বেশি রান করেছে বলে মনে করছেন হাতুরুসিংহেÑ‘এই উইকেট আমার মতে ১৪০ রানের উইকেট নয়। হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দুরকম গতির ছিল। নিউ জিল্যান্ডের কৃতিত্ব অবশ্য কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছে। তবে দিনশেষে আবারও বলতে হবে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না।’
ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ায় পুরো দল পড়েছে ভেঙ্গে, তার বিরুপ প্রভাব পড়েছে এই ম্যাচে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেননি বাংলাদেশ কোচÑ ‘ওই ম্যাচে ওভারে হেরে যাওয়াকে মেনে নেয়া কঠিন। কিন্তু আমি এটা বলতে পারছি না যে ওই ম্যাচের প্রভাব আজ (গতকাল) পড়েছিল। তবে আমরা কিছু কিছু সময় ভালো বোলিং করেছি। ফিল্ডিংয়ে অবশ্য কিছু সুযোগ হাতছাড়া করেছি। ব্যাটিংয়ে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।’
তবে শেষটা বাজেভাবে হওয়ায় হাতুরুসিংহে নিজেও হতাশÑ ‘অবশ্যই সব ম্যাচ হেরেছি বলে আমরা হতাশ। তবে দুটি ম্যাচ আমরা খুব কাছে গিয়েছি, জিততেও পারতাম। আজকের ম্যাচই আমাদের গোটা বিশ্বকাপ অভিযানের প্রতীকী বলতে পারেন। শুরুতে মাঠে আমরা ছিলাম, ফিল্ডিংয়ে ছিল না প্রাণ। তবে দারুণ কিছু মুহূর্তও আবার এসেছে, বোলাররা ভালো করেছে। এটাই আমাদের গোটা বিশ্বকাপ অভিযানকে তুলে ধরছে। কখনও আমরা ছিলাম ব্রিলিয়ান্ট , কখনও লড়িয়ে, কখনও বাজে।’
তারপরও টি-২০তে বাংলাদেশ উন্নতি করছে বলে তার গবেষণায় উঠে এসেছেÑ ‘টি-টোয়েন্টিতেও উন্নতির প্রমাণ আমরা রেখেছি। আগে টি-টোয়েন্টিতে ভালো দল ছিলাম না আমরা। কিন্তু আমরা কঠিন গ্রæপে ভালো লড়াই করেছি। আরও অনেক উন্নতি অবশ্য করতে হবে। বিশেষ করে ছোট ছোট ব্যাপারগুলিতে। ফলাফলের কথা বললে আপনার সঙ্গে একমত হতেই হবে। তবে ২-১ বছর আগের তুলনায় আমরা অনেক উন্নতি করেছি টি-টোয়েন্টিতে। আগে আমাদের গড় স্কোর ছিল ১৩৫-১৩৫, এখন সেটা আরও বেশি এই কঠিন উইকেটেও। আমাদের বোলিং ভালো হঢেছে, পরিকল্পনাও ছিল দারুণ। ক্যাম্প কর ক্রিকেটারদে ব্যক্তিগত পারফরম্যান্স অনেক উন্নতি হয়েছে। ফল একসময় আসবেই। এত দ্রæত ফল পাওয়া কঠিন। কারণ অন্য দলগুলিও অনেক ভালো, অনেক ভালো ক্রিকেটার আছে তাদের। এই গ্রুপটা সহজ ছিল না।’
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ
ব্যাটিং ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
তামীম ইকবাল ৬/৬ ২৯৫ ১০৩* ৭৩.৭৫ ১৪২.৫১ ১/১
সাব্বির রহমান ৭/৭ ১৪৭ ৪৪ ২৪.৫০ ১২৩.৫২ ০/০
সাকিব আল হাসান ৭/৭ ১২৯ ৫০* ৩২.২৫ ১২৬.৪৭ ০/১
মাহমুদউল্লাহ ৭/৫ ৮৬ ৪৯* ২১.৫০ ১১৭.৮০ ০/০
সৌম্য সরকার ৭/৭ ৭৫ ২১ ১০.৭১ ৮৮.২৩ ০/০
মুশফিকুর রহিম ৭/৫ ৪৪ ১৮ ১১.০০ ১০৪.৭৬ ০/০
মোহাম্মদ মিথুন ৬/৪ ৩৭ ১৫* ১০.৩৩ ১২৯.১৬ ০/০
মাশরাফি মর্তুজা ৭/৪ ৩১ ২৩ ৯.২৫ ৮০.৪৩ ০/০
শুভাগত হোম ৩/৩ ২৯ ১৬* ২৯.০০ ১০৩.৫৭ ০/০
আরাফাত সানি ২/১ ৮ ৮* - ২০০.০০ ০/০
মুস্তাফিজুর রহমান ৩/২ ৬ ৩.০০ ২০০.০০ ০/০
নাসির হোসেন ১/১ ৩ ৩ ৩.০০ ৪২.৮৫ ০/০

বোলিং ম্যাচ উইকেট সেরা গড় ইকো. ৪/৫
সাকিব আল হাসান ৭/৬ ১০ ৪/১৫ ১৬.৬০ ৭.২১ ১/০
মুস্তাফিজুর রহমান ৩/৩ ৯ ৫/২২ ৯.৫৫ ৭.১৬ ০/১
আল-আমিন হোসেন ৭/৬ ৮ ২/২৪ ১৯.৩৭ ৮.৬১ ০/০
মাশরাফি মর্তুজা ৭/৬ ৩ ১/১০ ৩৯.০০ ৬.৮৮ ০/০
তাসকিন আহমেদ ৪/৩ ৩ ২/৩২ ২০.৩৩ ৬.১০ ০/০
সাব্বির রহমান ৭/২ ২ ১/৫ ৮.০০ ৫.৩৩ ০/০
শুভাগত হোম ৩/৩ ১ ১/২৪ ৫৩.০০ ৬.৬২ ০/০
মুহমুদউল্লাহ ৭/৪ ১ ১/৪ ৫৫.০০ ৯.১৬ ০/০
নাসির হোসেন ১/১ ১ ১/২৪ ২৪.০০ ১২.০০ ০/০
আরাফাত সানি ২/২ ০ - - ৭.৫০ ০/০
আবু হায়দার রনি ২/১ ০ - - ৭.৫০ ০/০
সাকলাইন সজীব ১/১ ০ - - ১১.৪২ ০/০

টি-২০ বিশ্বকাপের সেরা ৫
ব্যাটসম্যান ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
তামীম ইকবাল (বাংলাদেশ) ৬/৬ ২৯৫ ১০৩* ৭৩.৭৫ ১৪২.৫১ ১/১
মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) ৬/৬ ১৯৮ ৬১ ৩৩.০০ ১৪৫.৫৮ ০/১
সাব্বির রহমান (বাংলাদেশ) ৭/৭ ১৪৭ ৪৪ ২৪.৫০ ১২৩.৫২ ০/০
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৩/৩ ১৪৪ ৫২ ৪৮.০০ ১৪২.৫৭ ০/১
জো রুট (ইংল্যান্ড) ৩/৩ ১৪৩ ৮৩ ৪৭.৬৬ ১৬২.৫০ ০/১

বোলার ম্যাচ ওভার রান উইকেট সেরা গড় ইকো.
মোহাম্মদ নবি (আফগানিস্তান) ৬ ২৩ ১৩৮ ১০ ৪/২০ ১৩.৮০ ৬.০০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৭ ২৩ ১৬৬ ১০ ৪/১৫ ১৬.৬০ ৭.২১
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ৪ ১৫ ৮৬ ৯ ৪/১১ ৯.৫৫ ৫.৭৩
রশিদ খান (আফগানিস্তান) ৬ ২৪ ১৫৭ ৯ ৩/১১ ১৭.৪৪ ৬.৫৪
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ১২ ৮৬ ৯ ৫/২২ ৯.৫৫ ৭.১৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারপরও উন্নতি দেখছেন হাতুরুসিংহে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ