Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভী বাঘ বেড়ালের তফাত বোঝে না -শামীম ওসমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ৯:৫০ পিএম | আপডেট : ৯:৫২ পিএম, ২৭ জানুয়ারি, ২০১৮

আইভী বাঘ আর বেড়ালের মধ্যে তফাত বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ দলীয় (নারায়ণগঞ্জ-৪ আসন) সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘আমার যেসব কর্মী বিএনপি-জামায়াতের সময় ৫০টির বেশি মামলা খেয়েছেন, আপনি মামলা দিয়া তাদের ভয় দেখাইতে চান? এরা ভয় পাওয়ার ছেলে? আপনি বাঘ আর বেড়ালের তফাত বোঝেন না। এটা বাঘ, বেড়াল না। বাঘের ঘরে বাঘই জন্ম নেয়। বাঘের ঘরে বেড়াল জন্মায় না।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ইসদার ওসমানী স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আইভীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কেউ কিন্তু রাস্তা থেকে উঠে এসে নেতা হননি। কর্মীরা ভালোবাসেন বলেই তারা নেতা হয়েছেন। শামীম ওসমানের প্রয়োজন নেই, তারা নিজেরা ডাকলেও একলাখ লোক মাঠে নেমে আসবে। তখন কিন্তু থামাইতে পারবো না।’

দলের নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি মেয়র আইভীসহ অন্য নেতাদের বলবো, যদি ভুল করে থাকেন, ভুল সংশোধন করুন। দলের নেতাকর্মীদের নামে অভিযোগ দিলে প্রত্যাহার করুন। যদি বিএনপির চালে পড়ে করে থাকেন, তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। রাজাকারের ছেলেদের কথায় যদি পথ পরিবর্তন করেন, তবে দলের কর্মীদের সামনে তা পরিষ্কার করুন।’

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা আমাদের আর কোনও কর্মীকে মার খেতে দেবো না। কর্মীর গায়ে হাত পড়বে, ওই নেতাগিরি শামীম ওসমান করে না।’ তিনি বলেন, ‘রাজনীতি করি গরিব মানুষের জন্য। গরিব মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। তাতে আমার যা হওয়ার, হবে।’

শামীম ওসমান বলেন, ‘৩ ফেব্রুয়ারি একটি জনসভা করতে চাই। ওই জনসভাটা এমনভাবে করতে চাই, যেটা দেখলে আমার নেত্রীর মনটা ভরে যায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামীম ওসমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ