Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির জন্য দেশে ইসলামী শাসন চাই -আল্লামা বাবুনগরী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১:১৪ পিএম

ইসলামের স্বর্ণযুগে মানুষ শুধু নয় পশু পাখিরাও এক সাথে শান্তিতে বসবাস করত। ইসলামের ইতিহাস শান্তির ইতিহাস। মানবতার ইতিহাস। ইসলামের ইতিহাস জিহাদের ইতিহাস।
তাই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনের বিকল্প নেই।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায় তারাই নির্মূল হবে। এর জন্য আল্লাহর বেশী কিছু লাগবেনা। নমরুদকে একটি মশা দিয়ে আর জালেম ফেরআউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে।
তিনি বলেন, ইসলামে শিক্ষা নীতি, রাষ্ট্রনীতি, সমাজ নীতি, যুদ্ধনীতি সবই আছে।

তিনি বলেন, ইসলাম, সন্ত্রাস নয় শান্তি, মানবতা। এই শান্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্যই জিহাদ।
তাই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থা, কুরআনের শাসন ব্যবস্থা চালু করতে হবে।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সেকুলার শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।

আরাকানের নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশের মুসলমানদের ভাই-বোন আখ্যায়িত করে বাবুনগরী বলেন, আরাকানে তাদের নাগরিকত্ব, স্বাধীনতা, মানবিক সব অধিকার দিয়ে জাতিসঙ্ঘের অধীনে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবার দাবী জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবুনগরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ