পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সহায়তা বন্ধের হুমকিকে পরোয়া করে না তার দেশ। ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ না নিলে আবারও মার্কিন সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। আব্বাস তার মুখপাত্রের মাধ্যমে বলেছেন, অর্থ দিয়ে ফিলিস্তিনিদের মর্যাদা কেনা যাবে না। গত বৃহস্পতিবার দাভোসে ইকোনমিক ফোরামে ট্রাম্প ইসরাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গের পার্শ্ব বৈঠকের খানিকক্ষণ আগে ফিলিস্তিনকে হুমকি দিয়ে বলেন, শান্তি আলোচনায় অংশ না নিলে তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন। তিনি বলেন, ‘অর্থ আলোচনার টেবিলে রাখা আছে। তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত ওই অর্থ তাদের হাতে যাবে না।’ রয়টার্স, আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।