Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সেতু এলাকায় ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ৪:২৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো তীব্র আকার ধারণ করেছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল রাবনা বাইপাসের ট্রাফিক ইনচার্জ এরশাদ হোসেন জানান, শুক্রবার ছুটি উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি এবং দুটি গাড়ির দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, মহাসড়কের কাজ চলমান থাকাসহ রসুলপুর সেতু নির্মাণে টাঙ্গাইল সীমানায় প্রায় সময় দেখা দিচ্ছে তীব্র যানজট। এ যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ