পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা
তিনজন অতিরিক্ত সচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও জেলার সাবেক ডিসি মো: তোফাজ্জেল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তারা হলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ উল আলম মন্ডলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান আগামী ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। সাজ্জাদুল হাসান, রইছ উল আলম মন্ডল ও সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী আর চুক্তিতে নিয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগমের সঙ্গে সরকারের চুক্তি শেষ হবে ৩১ জানুয়ারি। সিলেটের বিভাগীয় কমিশনার থাকাকালে ২০১৫ সালের ২৫ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পান সাজ্জাদুল হাসান। ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাজ্জাদুল এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্ম-সচিবের দায়িত্বে ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। মো. রইছ উল আলম মন্ডল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা শাখা) দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনির হাটের কালিগঞ্জ উপজেলার দলগ্রামে। তিনি ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও জেলার সাবেক ডিসি মো: তোফাজ্জেল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন তার অভিপ্রায় অনুযায়ী মো: তোফাজ্জেল হোসেন মিয়াকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় প্রোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। ঢাকা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৫ সালের ৬ এপ্রিল যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান তোফাজ্জল হোসেন। পরে ২০১৬ সালের ১৩ জানুয়ারি তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।