Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দু’কোরিয়া একত্রীকরণের আহবান

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অন্যকোনো দেশের সাহায্য ছাড়াই পুনরেকত্রীকরণের জন্য দেশে বিদেশে থাকা সব কোরীয়দের পদক্ষেপ নেওয়া উচিত বলে বিরল এক ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কোরিয়ানদের উদ্দেশে প্রদত্ত এ ঘোষণার কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়। ঘোষণায় বলা হয়, সব কোরিয়ানের উচিত ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতাকে উৎসাহিত’ করা। কোরীয় উপদ্বীপের পুনরেকত্রীকরণের ক্ষেত্রে পিয়ংইয়ং সব প্রতিবন্ধকতা ‘গুড়িয়ে দেবে’ বলেও এতে মন্তব্য করা হয়। সরকার ও রাজনৈতিক দলগুলোর (উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ছাড়াও ছোট কয়েকটি দল ক্রিয়াশীল, তবে তারা একই জোটভুক্ত এবং একই রাষ্ট্রীয় নীতির অনুরক্ত) মধ্যে বৈঠকের পর দেয়া বিরল এ ঘোষণায় উত্তর কোরিয়া বলে, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ আবহাওয়া সৃষ্টি ও সামরিক উত্তেজনা দমাতে কোরিয়ানদের ব্যাপক উদ্যোগ নেওয়া উচিত। ঘোষণায় উপদ্বীপজুড়ে বিরাজমান সামরিক উত্তেজনাকে দুই কোরিয়ার সম্পর্কোন্নয়ন ও পুনরেকত্রীকরণের ক্ষেত্রে ‘মৌলিক বাধা’ হিসেবে চিহ্নিত করা হয়। অপরদিকে, উত্তর কোরিয়ার নারী আইস হকিদলের খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার পায়োংচাংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ দল গঠন করা হবে এবং দুই দেশ একটি অভিন্ন পতাকা বহন করবে। সরকারি প্রতিনিধিদল হিসেবে উত্তর কোরিয়ার ১২ জন নারী আইস হকি খেলোয়াড় বৃহস্পতিবার সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরীয় খেলোয়াড়দের সঙ্গে যৌথ দল গঠন করে অনুশীলন করবেন তারা। খবরে বলা হয়, উত্তর ও দক্ষিণের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ‘বাইরের শক্তির’ সঙ্গে চালানো যৌথ মহড়াকে ‘অকেজো’ হিসেবেও অ্যাখ্যা দেওয়া হয়। কী কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হল সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ঘোষণায় বলা হয়, নতুন বছরের শুরুতে পুনরেকত্রীকরণ বিষয়ে শীর্ষ নেতা কিম জং উনের দেওয়া ভাষণের সমর্থনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • মাহফুজ ২৬ জানুয়ারি, ২০১৮, ৫:৩০ এএম says : 0
    বিষয়টি চিন্তা করে দেখা যেতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দু’কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ