Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবননগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১১:৩৬ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, ৪টি ককটেল ও ৫টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই যুবকের নাম ইমান আলী (৩৮)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী বেপারির ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ফাটায় ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ সুপারের দাবি, নিহত ইমান আলী আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ