বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার পাথরঘাটার মাঝের চরে র্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধে ৩ জলদস্যু নিহত হয়েছে।
আজ বুধবার সকালে বলেশ্বর নদ-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।
র্যাব-৮ এর এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করে বলেন, মাঝের চরে জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এতে মুন্না বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত হয়েছে। তিনজনের লাশ পাথরঘাটায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ওই কর্মকর্তা জানান, সকাল থেকে গোলাগুলি চলে।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘সকাল কয়টা থেকে গোলাগুলি শুরু হয়েছে তা নিশ্চিত নই। তবে এখন গোলাগুলি শেষ হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।