মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশ থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি উইং বা ‘র’-এর এক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে। আটককৃত ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এবং ‘র’তে ডেপুটেশনে তৎপর ছিলেন। ওই গুপ্তচরের নাম কূলভূষণ যাদব। তিনি ১৯৯১ সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশন লাভ করেন এবং হুসেন মুবারক প্যাটেল ছদ্মনামে গুপ্তচরবৃত্তি করছিলেন। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আটক ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তা। চাকিরর মেয়াদ শেষের আগে অবসর নিয়েছিলেন তিনি। তার সাথে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই।
পাকিস্তান সূত্র জানিয়েছে, আইএসআই’র কাউন্টার ইন্টেলিজেন্স উইং তাকে গ্রেফতার করে। বেলুচিস্তানে একটি অভিযান চালিয়ে বৃহস্পতিবার এ গুপ্তচরকে আটক করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। আটক গুপ্তচরকে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। বেলুচিস্তানের অনেক সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতায় এই গুপ্তচর জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া করাচিতেও সাম্প্রদায়িক সহিংসতা এবং সন্ত্রাসী হামলায় এ ব্যক্তি জড়িত বলে দাবি করেন তিনি।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সারাফরাজ বুগতি নিজ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে ভারতীয় গুপ্তচর আটকের খবরটি নিশ্চিত করেছেন। সেখানে নাশকতা এবং সন্ত্রাসী তৎপরতায় এ গুপ্তচর জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। সংঘাতময় বেলুচিস্তানের মধ্য দিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর গিয়েছে আর সেখানেই গুপ্তচরবৃত্তি করছিলেন ভূষণ। এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়েলেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদপত্র ধরিয়ে দেয়া হয়েছে। গৌতমের কাছে এ ঘটনার ব্যাখ্যাও দাবি করে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের অখন্ডতা এবং বেলুচিস্তানে ভারতের গুপ্তচরবৃত্তি নিয়ে কোনো আপস করা হবে না।
এদিকে, বেলুচিস্তান থেকে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কূলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারের খবরে অস্বস্তিতে পড়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে নৌবাহিনী থেকে অবসরে যাওয়া ওই ব্যক্তির সঙ্গে ভারত সরকারের কোনও যোগাযোগ নাই। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের অফিসারেরা যাতে আটক ব্যক্তির সঙ্গে দেখা করে কথা বলতে পারেন, সেই দাবিও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শীঘ্রই ভারত এবং পাকিস্তানের শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে ওয়াশিংটনে। সেখানে পরমাণু নিরাপত্তা সম্মেলনে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফ। ঠিক তার আগেই এই ঘটনায় দু’দেশের মধ্যে নতুন করে তিক্ততা সৃষ্টি হল।
ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে গতকাল পাকিস্তান অভিযোগ করেছে, ‘র’-এর এক অফিসার অবৈধভাবে বেলুচিস্তানে ঢুকে ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালাচ্ছে। তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেছেন, ওই ভারতীয় নাগরিক সেখানে পৌঁছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করছিলেন। ওই অঞ্চলে সন্ত্রাসের মদদ দিতেও সক্রিয় ছিলেন আটক ভারতীয় নাগরিক কূলভূষণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আমরা আটক ব্যক্তির সঙ্গে ভারতীয় কূটনীতিকদের যোগাযোগের সুযোগ চেয়েছি। কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর অভিপ্রায় ভারতের নেই। সাউথ ব্লক অবশ্য দাবি করেছে, গোটা অঞ্চলের অগ্রগতির স্বার্থে শান্ত এবং সুস্থির পাকিস্তানই ভারতের কাম্য। তবে পাকিস্তানের অভিযোগের পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পারদ কিছুটা চড়ল বলেই মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কাঠমান্ডুতে ভারত-পাক পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বসে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার পক্ষে কথা বলছিলেন। আজ রোববার পঠানকোট বিস্ফোরণের তদন্ত করতে যাচ্ছে পাকিস্তানের বিশেষ তদন্তকারী দল। তার আগে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বলে বলা হয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।