মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বন্ধ হয়ে গেছে ৩০ বছরের পুরনো প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের ছাপা সংস্করণ। আগামীতে দৈনিকটি শুধু অনলাইনেই পাওয়া যাবে। গত শুক্রবার পত্রিকাটির প্রকাশক সংস্থা ইএসআই মিডিয়া এ ঘোষণা দেয়।
এর আগে এক বিবৃতিতে ইএসআই জানায়, আগামী ২৬ মার্চ দৈনিকটির শেষ সংখ্যা প্রকাশিত হবে। সে অনুযায়ী গতকালই ছিলো দৈনিকটি’র শেষ ছাপা সংস্করণ। এর পর থেকে এটি পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে। ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট অন সানডে পত্রিকাটিরও ছাপা সংস্করণ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্টের আরেক সহযোগী প্রকাশনা স্বল্প মূল্যের ‘আই’ পত্রিকাটি বিক্রির ঘোষণা দিয়েছে ইএসআই মিডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটের ব্যয় নির্বাহ করতেই ‘আই’ বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে প্রকাশক সংস্থাটি। মূল পত্রিকাকে আর্থিক সহায়তা দিতে ২০১০ সালে এটি যাত্রা শুরু করেছিল।
দ্য ইন্ডিপেন্ডেন্ট ১৯৮৬ সাল থেকে তিন জন সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করে। পত্রিকাটি খুব দ্রুতই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যাপক বৈচিত্র্য নিয়ে আসে। বিশেষ করে এর প্রথম পৃষ্ঠাটির বিন্যাস ছিলো চোখ ধাঁধানো। নাটকীয় পরিবর্তন আনে বিজ্ঞাপনের ক্ষেত্রেও। যা এর আগে কখনো হয়নি। পত্রিকাটি বন্ধ হওয়া প্রসঙ্গে আরেক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লেখে, ইন্ডিপেন্ডেন্টের ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাওয়াটা কেউই মেনে নিতে পারবে না। এখন এই পত্রিকাগুলো বন্ধের ঘোষণায় অন্তত দেড়শ’ সাংবাদিক-কর্মী চাকরি হারালেন। ইএসআইও তাদের বিবৃতিতে এমনই ইঙ্গিত দিয়েছিলো। এর রুশ বংশোদ্ভূত ব্রিটিশ মালিক ইভজেনি লেবেদেভ পত্রিকাটি বন্ধের ঘোষণা দিয়ে গত মাসে লেখেন, সাংবাদিকতার বহুমাত্রিক পরিবর্তন ঘটেছে, তাই সংবাদপত্রেরও পরিবর্তন ঘটাতে হবে। বন্ধ হয়ে যাওয়া ইন্ডিপেন্ডেন্টের বিশেষ বৈশিষ্ট্য ছিলো, তারা প্রথম পৃষ্ঠায় ছবি ছাপাতো গুরুত্ব দিয়ে। এর আগে কোনো দৈনিক এমনটি করতো না।
পত্রিকাটির সর্বশেষ সম্পাদকীয়তে বলা হয়েছিলো, অনলাইনের জগতে প্রবেশ করার বিষয়টির বিচার করবে ইতিহাস এবং এটা হবে বিশ্বব্যাপী সংবাদপত্রগুলোর জন্য একটি উদাহরণ। আজ ছাপাখানা বন্ধ হয়ে গেছে, কালি শুকিয়ে গেছে এবং শিগগিরই কাগজেরও সঙ্কট হবে। তবে একটি অধ্যায় বন্ধ হয়ে আরেকটি অধ্যায় শুরু হয়েছে কিন্তু ইন্ডিপেন্ডেন্টের গতি কমবে না, বরং আরও বাড়বে। এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।