Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমবেদনা জানাতে ব্রাসেলসে কেরি

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বেলজিয়ামের প্রতি ওয়াশিংটনের সমর্থন ও সমবেদনা জানাতে ব্রাসেলসে গেছেন। ভয়াবহ এই হামলায় ৩৪ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সফরকালে কেরি বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিচেল ও রাজা ফিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও কেরি ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ-ক্লদ জাঙ্কারের সঙ্গেও দেখা করবেন। দিনের শেষে তিনি ওয়াশিংটনর ফিরে যাবেন। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কেরি এসব হামলার তদন্তে এবং সহিংস সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান অব্যহত রাখতে বেলজিয়ামের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমবেদনা জানাতে ব্রাসেলসে কেরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ