Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়ে চুমু দিলেন পোপ - মুসলিম যুবকের পা ধুয়ে দিয়ে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিস ও ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর পশ্চিমা বিশ্বে মুসলিম বিদ্বেষ যখন ক্রমবর্ধমান, তখন পোপ ফ্রান্সিস এক মুসলিম যুবকের পা ধুয়ে এবং পায়ে চুমু খেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিরল আবেদন জানালেন। গত বৃহস্পতিবার তিনি এক মুসলিম, এক খ্রিস্টান এবং এক হিন্দু উদ্বাস্তুর পা ধুয়ে তাতে চুমু খান এবং বলেন, তারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি। ইস্টার উইক মাস উপলক্ষে রোমের বাইরে কাস্টেলনোভো ডি পোর্তোতে এক শরণার্থী শিবিরে পোপ উপস্থিত ছিলেন। যীশুকে ক্রুশবিদ্ধ করার আগে তিনিও তার ১২ সঙ্গীকে পা ধুয়ে ছিলেন বলে খ্রিস্টানদের বিশ্বাস। পোপ ফ্রান্সিস ব্রাসেলসে হামলাকারীদের নিন্দা জানিয়ে বলেন, তারা মানবতার ভ্রাতৃত্বকে ধ্বংস করতে চায়। পোপ বলেন, আমাদের সংস্কৃতি ও ধর্ম আলাদা কিন্তু আমরা সবাই ভাই এবং আমরা শান্তিতে বাস করতে চাই। এ সময় পোপ মুসলিম সম্প্রদায়ের লোকদের সাথে করমর্দন করেন। এর আগে পোপরা ঐতিহ্যগতভাবে ইস্টার মাসে শুধু ১২ জন ক্যাথলিক পুরুষের পা ধুয়ে দিতেন। কিন্তু বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে চারজন নারীও উপস্থিত ছিলেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পায়ে চুমু দিলেন পোপ - মুসলিম যুবকের পা ধুয়ে দিয়ে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ