Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মকে কলঙ্কিত করার প্রয়াস রুখে দেওয়ার প্রত্যয়

জুমার নামাজের পর বেলজিয়ান মুসলমানদের সমাবেশ

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমস্বরে আল্লাহু আকবার বলার পরপরই জোরকণ্ঠে সবাই স্লোগান দিলেন, বেলজিয়াম দীর্ঘজীবী হোক। ২২ মার্চের ক্ষত এখনো দগদগে বেলজিয়ামের বুকে। ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য জেহাদি সংগঠনগুলো বিশ্বজুড়ে যে সন্ত্রাস আর রক্তের বন্যা বইয়ে দিচ্ছে তারই যেন এক খ-চিত্র সেদিনের ব্রাসেলস। এ হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ জন। আহত তিন শতাধিকের মধ্যে বিভিন্ন হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৬১ জন।
গত শুক্রবার রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ পড়তে সমবেত হয়ে বেলজিয়ামের মুসলিমরা তাই সৃষ্টিকর্তার প্রশংসা করে এবং নিজের দেশের দীর্ঘায়ু কামনা করে জেহাদি সংগঠনগুলোর ব্যর্থ চেষ্টাকেই যেন চ্যালেঞ্জ জানালেন। যে মৌলবাদ ধর্মকে কলঙ্কিত করছে তাকে রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করলেন তারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদরদপ্তর ও ব্রাসেলসে বেশ কয়েকটি দেশের দূতাবাসের কাছে অবস্থিত এ মসজিদের প্রবেশপথে মুসলিমরা নামাজ আদায় করতে আসার পর বেলজিয়াম ও ইইউ-এর পতাকা উড্ডয়ন করা হয়।
গ্র্যান্ড মসজিদের ইমাম এনদিয়ায়ে মৌহামেথ গালায়ে খুৎবা পাঠের আগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, প্রতিবাদের সময় চলে এসেছে। মৌলবাদকে রুখতে আজ (শুক্রবার) থেকে আমরা কাজ শুরু করবো। খুৎবা শুরুর আগে সমবেত শত শত মুসলিমদের উদ্দেশ্যে ইমাম বলেন, এই জঙ্গিরা বর্বর অপরাধ করেছে। আজ থেকে শুরু হওয়া আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের বলতে চলেছি, তারা যা করেছে ও করছে, তা কিছুতেই ইসলাম সংশ্লিষ্ট নয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মকে কলঙ্কিত করার প্রয়াস রুখে দেওয়ার প্রত্যয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ