Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু অপহরণে অভিনব কৌশল ফেইস বুকে

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই কিশোরী একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নতুন মায়েদের বিনামূল্যে শিশুদের জামাকাপড় দেওয়ার প্রস্তাব করে। কিন্তু এই মহৎকর্মের আড়ালে তাদের পরিকল্পনা ছিল শিশু অপহরণের। একজন মায়ের মাত্র ১৭ বছরের একটি মেয়েকে সমাজকর্মী হিসেবে দেখে সন্দেহ হওয়াতেই ১৭ ও ১৮ বছরের এই অপহরণকারীর পরিকল্পনা নষ্ট হয়ে যায়। দুই কিশোরী ফেইসবুকে সম্ভাব্য শিকারের ঠিকানা জানার চেষ্টা করতো। তাদের পরিকল্পনা ছিল শিশু চুরি করা। একজন মা স্বাস্থ্য পরীক্ষার জন্য তার সন্তানকে এই সমাজকর্মীর হাতে প্রায় তুলেই দিচ্ছিলেন। ডার্বি যুব আদালতে গত ১৪ মার্চ তারা স্বীকার করে যে, ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসডব্লিউ এবং ইউ নামে দুইজন শিশুদের অপহরণের ষড়যন্ত্র করে। তদন্তের স্বার্থে এবং অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় গোপন রাখা হয়। ডার্বির নরম্যানটনে বসবাসকারী একজন মায়ের ১৭ বছর বয়সী সমাজকর্মীকে উপস্থিত হতে দেখে সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে জানালে অপরাধীরা ধরা পরে। হাডার্সফিল্ড এবং ওলভেরহ্যাম্পটনের আরও দুই শিশুকে তাদের অপহরণের পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ডার্বিশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা ডানকান গোউক বলেন, অঘটনটি ঘটে গেলে এই ছোট শিশুর পরিণাম ভয়াবহ হত এবং তাদের পরিবার দুর্যোগের মধ্যে পড়ত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু অপহরণে অভিনব কৌশল ফেইস বুকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ