Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাকনারেই পাকিস্তানের বিদায়

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ম্যাচ তখনও শেষ হয়নি, কিন্তু হার অনেকটাই নিশ্চিত। এমন সময় মাঠের বাইরে বসে অঝোরে কাঁদছেন শহীদ আফ্রিদি। ক্যারিয়ারের শেষ সময়টা যে মোটেই সুখকর হল না তার। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপ থেকেও যে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল তার দলকে। অথচ আসরে তার দলের যাত্রাটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে। পরের ম্যাচগুলোতে সেই পাকিস্তানকে আর খুজেই পাওয়া গেল না। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে আগেই শঙ্কায় পড়েছিল আসরে তাদের টিকে থাকা। গতকাল নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপ থেকে তাদের ছিটকে পড়া। আফ্রিদির দল হেরেছে ২১ রানে। পক্ষান্তরে উজ্জ্বল হল অজিদের সেমির পথ। সুপার টেনের গ্রæপ ‘২’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ৩ ম্যাচে দুটি করে জয়ে সমান ২ পয়েন্ট করে ভারত ও অস্ট্রেলিয়ার। এই দু’দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই সেমিতে সঙ্গী হবে কিউইদের।
মোহালির পাঞ্চাব ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান জেমস ফাকনারের। একাই ৫ পাকিস্তানি ব্যাটসম্যানকে তুলে নিয়ে জয় সহজ করে দেন তিনি। এর আগে টস জিতে ব্যাট হাতে নেতৃত্ব দেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৪৩ বলে অপরাজিত ৬১)। পঞ্চম উইকেট জুটিতে শেন ওয়াটসনের সাথে মাত্র ৬.২ ওভারে হার না মানা ৭৪ রান যোগ করেন স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার পর যেন ধার আরো বেড়ে গেছে ওয়াটসনের ব্যাটের। ২১ বলে ৩ ছয় ও ৪ বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি। অজিদের ১৯৩ রানের বড় সংগ্রহে অবদান ছিল ম্যাক্সওয়েলের ১৮ বলে ৩০ রানের ইনিংসটিও। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম নেন দুটি করে উইকেট। ৪ ওভারে ৩৯ রান দিয়েও কোন উইকেটের দেখা পাননি মোহাম্মদ আমির। তবে সবচেয়ে বেশী অজি ব্যাটসম্যানদের তোপ পোহাতে হয়েছে আরেক পেসার মোহাম্মদ সামিকে। ৪ ওভারে তিনি দিয়েছেন ৫৩ রান। বিনিময়ে ছিলেন উইকেট শূন্য।
জয়ের লক্ষ্যে ফাকনারের পর পাকিন্তানিদের সবচেয়ে বেশি ভুগিয়েছে খালিদ লতিফের ৪১ বলে ৪৬ রানের ধীর গতির ইনিংসটি। ১৯৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করা বাকি পাকিস্তানি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ছিল ১৫৭.০০-এর ওপরে। শোয়েব মালিকের হার না মানা ২০ বলে ৪০ রানের ইনিস সত্তে¡ও ২০ ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৭২ রান। ২০ বলে ৩২ রান করেন আউট হন ওমর আকমল। দলের জরুরি সময়ে উল্টো পথে হেটেছে অফ ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সাত বলে ২ ছক্কায় ১৪ রান করে ফেরেন ২০০৯ বিশ্বকাপের নায়ক। বল হাতে ৪ ওভারে ২৭ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।
এমতাবস্থায় কি অবসরের ঘোষনা দিচ্ছেন তিনি? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে ‘বুম বুম’ বলেনÑ ‘দেশে ফিরেই এই সিদ্ধান্ত জানাব আমি। দেশের কল্যাণের জন্য যা করণীয় সেটাই করব আমি। তবে খেলোয়াড় হিসেবে আমি এখনো ফিট। কিন্তু অধিনায়ক হিসেবে আমি ফিট নয়।’
দিনের অপর ম্যাচে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিন আফ্রিকা। তবে প্রথম ওভারে ভয়ঙ্কর ক্রিস গেইলকে ফিরিয়ে বড় কাজটি সেরে ফেলেছে প্রটিয়ারা। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফাফ ডু প্লেসিসের দল। কুইন্টিন ডি ককের ৪৬ বলে ৪৭ রানের কল্যানে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আন্দ্রে রাসেল, গেইল ও ডোয়াইন ব্রাভো নেন দু’টি করে উইকেট। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ক্যারবীয়দের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাকনারেই পাকিস্তানের বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ