বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে থর থর করে কেপে উঠে ওইসব এলাকা। এ কম্পনের স্থায়িত্বকাল ছিল প্রায় ৩০ সেকেন্ড।
রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র সূত্র জানায়।
ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে।
সকালের প্রচণ্ড শীতে লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
তবে সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যায়।
তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।