Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরামবাগের তীব্র প্রতিবাদ

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফের প্রিমিয়ারে ফেরা আরামবাগ ক্রীড়া সংঘ ছাড়াই শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার মিডিয়ার সামনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এ ঘোষণার তীব্র প্রতিবাদ করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। যার অংশ হিসেবে ওইদিন রাতে আরামবাগ সমর্থকরা বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন।
এদিকে গতকাল আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ একেএম মুমিনুল হক সাঈদ বলেছেন, ‘আরামবাগকে ছাড়া স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট হতে পারে না। আমরা অনেক কষ্ট করে ক্লাব চালাই। দ্বারে দ্বারে হাত পেতে টাকা সংগ্রহ করে দল গড়ি। অথচ ফুটবল ভবনের এসি রুমে বসে কর্মকর্তারা ফুটবলের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান। আগামীতে তাদেরকে এসব কর্মকাÐ করতে দেয়া হবে না।’
এর আগে প্রতি বছর ফেডারেশন কাপ টুর্নামেন্ট দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হলেও এবার স্বাধীনতা কাপ দিয়েই ৩০ মার্চ তা শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের অংশ নেয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে ১০টি দল নিয়ে তা মাঠে গড়াচ্ছে। বাফুফের ঘোষণা অনুযায়ী স্বাধীনতা কাপে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। এ বিষয়ে বাফুফের বক্তব্য, এ দু’টি ক্লাবকে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো হলেও তারা বাফুফের চিঠির উত্তর দেয়নি। ফলে ধরে নেয়া হচ্ছে শেখ জামাল ও আরামবাগ খেলবে না স্বাধীনতা কাপে। কিন্তু এ ঘোষণার কয়েক ঘণ্টা পেরুতে না পেরুতেই জানা গেল নতুন তথ্য। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাফুফে ভবনে উপস্থিত হন আরামবাগ ক্লাবের সভাপতি সাঈদ। তিনি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চান, কেন আরামবাগকে স্বাধীনতা কাপে অংশ নিতে দেয়া হবে না? এ প্রশ্নের তাৎক্ষণিক কোন উত্তর দিতে পারেননি সোহাগ। তবে তিনি বলেন, ‘রোববার বাফুফের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ কিন্তু সোহাগের এমন কথায় শান্ত হতে পারেননি সভাপতির সঙ্গে থাকা প্রায় আড়াইশ’ আরামবাগ ক্লাব সমর্থক। তারা প্রায় দু’ঘণ্টা বাফুফে ভবন ঘেরাও করে রাখে। এ সময়ের মধ্যে ভবনেই অবরুদ্ধ থাকেন বাফুফের কর্মকর্তারা। এ বিষয়ে আরামবাগের সভাপতি সাঈদ কাল বলেন, ‘আরামবাগ খেলার জন্য প্রস্তুত। আমরা কাড়ি কাড়ি টাকা খরচ করে ক্যাম্প চালাচ্ছি খেলার জন্যই। আশা করছি বাফুফে কর্মকর্তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা স্বাধীনতা কাপে আরামবাগকে খেলতে অনুমতি দেবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরামবাগের তীব্র প্রতিবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ