Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালিমের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্কেটিং জুতো পায়ে, ফুটবল মাথায় নিয়ে ১০০ মিটার পথ অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেলেন মাগুরার ফুটবল কসরত প্রদর্শক আবদুল হালিম। তিনি মাত্র ২৭.৬২ সেকেন্ড সময়ে এই পথ অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। আবদুল হালিমের এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমানাদি আগেই গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছিল। সেগুলো বিচার-বিশ্লেষণ করে হালিমকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি আবদুল হালিমকে অভিনন্দন জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষ একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে। বার্তায় তারা জানায়, ফুটবল মাথায় নিয়ে পথ অতিক্রম করে হালিম এখন থেকে নতুন বিশ্ব রেকর্ডের অধিকারী। এছাড়া গিনেস বুকের ওয়েবসাইটেও আবদুল হালিমের নতুন রেকর্ডটিও শোভা পাচ্ছে। এই বিশ্ব রেকর্ড গড়ায় হালিমকে সহায়তা করেছে ওয়ালটন। এর আগে ২০১১ সালে মার্সেলের পৃষ্ঠপোষকতায় বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নিজের প্রথম বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন মাগুরার ফুটবল কসরত প্রদর্শক।
নতুন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেয়ে উচ্ছসিত আব্দুল হালিম। তিনি বলেন, ‘খবরটা পেয়ে খুবই ভালো লাগছে। অনেক দিন ধরেই এই স্বীকৃতির অপেক্ষায় ছিলাম। অবশেষে স্বীকৃতি পেলাম। ওয়ালটন গ্রæপ যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দিতো তাহলে আমার পক্ষে এই রেকর্ড গড়া সম্ভব হত না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হালিমের নতুন বিশ্বরেকর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ