Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ফৌজদারহাট ক্যাডেট কলেজের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে রিইউনিয়ন প্যারেড অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রামস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সিরিমনিয়াল প্যারেড গতকাল শুক্রবার কলেজের এ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসাবে প্যারেডে সালাম গ্রহণ করেন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, গত ছয় দশক ধরে এই কলেজ খ্যাতনামা সব বিজ্ঞানী, ডাক্তার, বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ গড়ে তুলতে অসামান্য অবদান রেখে চলেছে। পরে সেনাপ্রধান কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে রিইউনিয়ন কেক কাটেন। এর আগে প্রধান অতিথি ফৌজদারহাট ক্যাডেট কলেজের এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মো: রকিব উদ্দিন খান। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, তিন দিনব্যাপী ফৌজদারহাট ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং কেন্দ্রীয় গভর্নিং বডি, ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন এর চেয়ারম্যান হেলাল মোখলেছ আলম, কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ রবিক উদ্দিন খানসহ প্রাক্তন শিক্ষার্থীগণ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ