Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্পের ক্ষমতা গ্রহণ বিশ্ব মানবতার জন্য চরম আঘাত

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মানবাধিকার ইস্যুতে ট্রাম্পের ভূমিকা দুর্যোগপূর্ণ : এইচআরডবিøউ
ইনকিলাব ডেস্ক : ক্ষমতাগ্রহণের পর প্রথম বছরে মানবাধিকার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ‘দুর্যোগপূর্ণ’ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ) এর প্রধান কেনেথ রথ। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডবিøউ’র বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগেরদিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ এবং জনপ্রিয় নীতি প্রসারে তার চতুরতা বিশ্ব মানবতার জন্য একটি চরম আঘাত বলে মন্তব্য করেছে এইচআরডবিøউ। একইসঙ্গে ট্রাম্পের কর্তৃত্বমূলক জনপ্রিয় নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিরোধ গড়ে ওঠছে তারও প্রশংসা করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার প্রকাশিত নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটির বার্ষিক প্রতিবেদনের বেশিরভাগ জুড়েই হোয়াইট হাউজে ট্রাম্পের এক বছরের কার্যক্রম নিয়ে একটি সার্বিক পর্যালোচনা স্থান পেয়েছে। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুব ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের বিজয় একটি ‹চরম হতাশাজনক মুহূর্ত› ছিল বলে মন্তব্য করেছেন এইচআরডাবিøউ›র নির্বাহি পরিচালক ক্যান রথ। তবে ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিক নেতাদের থামানোর আশা এখনো শেষ হয়ে যায় নি বলেও মন্তব্য করেন তিনি। ক্যান রথ বলেন, ‘এ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এ বিশ্ব রাজনীতি কতটুকু পরিবর্তিত হয়েছে। কারণ এক বছর আগে ডোনাল্ড ট্রাম্প যে সময় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন সে মুহুর্তটি ছিল হতাশাব্যঞ্জক। তবে গত বছর থেকে ট্রাম্পের জনপ্রিয় নীতির বিরূদ্ধে প্রতিরোধকামীতার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে আশান্বিত করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দমন-পীড়নকারী নেতাদের প্রকাশ প্রশংসা করার মধ্য দিয়ে ট্রাম্প বিশ্বব্যাপী দমনমূলক নীতিকে উৎসাহিত করেছেন। আগের দিন বুধবার ফ্রান্সের প্যারিসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রথ বলেন, ট্রাম্প মানবাধিকারবিষয়ক পদক্ষেপের জন্য এক দুর্যোগ। কারণ, তাকে দেখে মনে হয় গণতন্ত্রের চর্চা না করা শাসকদেরকে স্বাগত জানানোর তীব্র বাসনা রয়েছে তার।’ কেনেথ রথের দাবি, ট্রাম্প চীন থেকে শুরু করে রাশিয়ার কর্তৃত্ববাদী নেতাদেরকেও দমন-পীড়ন চালানোর ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। রয়টার্স, পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ